Skip to main content

Posts

Showing posts from April, 2025

দুরত্ব

 আন্ত আনবিক দুরত্বের অস্তিত্ব যেখানে বেমানান লাগতো,  সেখানেও সম্প্রসারিত মহাবিশ্বের মহাদেশীয় দুরত্ব বেড়ে চললো! একদা প্যানজিয়ায় ছিলো দোহাই দিয়ে ত, পুনরায় একত্র হওয়া যায়না!  গেলেও তাতে সমান সময় লাগে, ফেলে আসা সময়ের মাপে।  অস্তিত্বশীল হয়ে বিলীন হওয়া অসম্ভব বলেই তাকে শাস্তি বলে। -হোমায়েত সাঈদী তামিম ৫/৪/২৫