আমি চোখ বন্ধ করে যখন নিজের অস্তিত্ব খুজতে থাকি নিজের মধ্যে! আমার শক্তিতে এবং ইচ্ছা তে পৃথীবিতে আসি নি, সুতরং আমি আমার খামখেয়ালিমতো কোন কিছু করতে পারবো না যা প্রকৃতিকে বিনষ্ট করে।
আমি চিন্তা করতে পারি, এবং বুঝতে পারি এসব নিরব বার্তা যা প্রকৃতি অবিরাম দিয়ে যাচ্ছে।
প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং প্রকৃতির জন্য কাজ করা এবং সকলকে প্রকৃতির আহ্বানে সাড়া দিতে উৎসাহ দান করার জন্য আমি মনে করি আমি এই ধরনীর জন্য গুরুত্বপূর্ন, যে শুধু নিজের এবং বিশ্বের চোখ ধাধানো উন্নয়নকে অর্জন হিসেবে দেখে না, বরং প্রকৃতির সাথে সহবাস্থানের ভেতর দেখে। আমাদের প্রকৃতির বিচুদ্ধাচরন করা উচিত না বরং শ্রদ্ধা করা উচিত।
Comments
Post a Comment